ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ৫৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৬, নভেম্বর ২২, ২০২৩
চাঁদপুরে ৫৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

চাঁদপুর: চাঁদপুরে ৫৪ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকবিরোধী টাস্কফোর্স।  

বুধবার (২২ নভেম্বর) বিকেলে জেলা সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণাঘাট চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- নওগাঁ জেলার লতিফপুর গ্রামের মো. সাগর আলী (২৬), একই জেলার বিলরৌপুর গ্রামের সাগর (২০), সাতক্ষীরা জেলার খানাইদিয়া গ্রামের রসুল মোড়ল (১৯) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার রসুলপুর গ্রামের মো. আনারুল হক (৩০)।  

জেলা মাদকদ্রব্য অধিদপ্তর জানায়, হরিণাঘাট চৌরাস্তা মাঠের সামনে অভিযান পরিচালনা করে মাদকবিরোধী টাস্কফোর্স। এ সময় গ্রেপ্তারদের হেফাজত থেকে ৫৪ কেজি গাঁজা (তিনটি সিনথেটিক বস্তায় রক্ষিত), একটি মিনি পিকআপভ্যান গাড়ি, চারটি মোবাইলফোনসহ হাতেনাতে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার ওই চারজনকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।