ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে বাসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
বিজয়নগরে বাসে আগুন

ঢাকা: বিএনপিসহ বেশ কয়েকটি দলের ডাকা অবরোধের মধ্যে রাজধানীর বিজয়নগরের নাইটিঙ্গেল মোড়ে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে।

 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিজয়নগরে আজমেরি নামে একটি বাসে আগুন দেওয়ার সংবাদ পাওয়া যায় দুপুর ১২টা ৫৩ মিনিটে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নির্বাপণে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া জানান, আজমেরি পরিবহনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আগুনে বাসের ভেতরের অংশ পুড়ে গেছে।

যাত্রী সেজে নাকি অন্য কোনোভাবে আগুন দেওয়া হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।