ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা চায় শ্রমিক মজলিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা চায় শ্রমিক মজলিস

ঢাকা: গার্মেন্টস শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিমের নেতৃত্বে ঘোষিত মজুরির আপত্তি প্রদান ও পুনর্বিবেচনার দাবিনামা পেশ করা হয়েছে।  

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে বারোটায় মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লার কাছে এ দাবিনামা পেশ করা হয়।

এ সময় মজুরি বোর্ডের চেয়ারম্যান মনোযোগ দিয়ে দাবিগুলো পড়েন এবং যথোপযুক্ত কর্তৃপক্ষের কাছে পৌঁছাবেন বলে আশ্বাস দেন।

দাবিনামা পেশের সময়ে আরও উপস্থিত ছিলেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব আমির আলী হাওলাদার, আলহাজ্ব সিদ্দিকুর রহমান, মাওলানা শামসুল ইসলাম, কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় সভাপতি হাজী নূর হোসেন।

এছাড়ার উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মাওলানা খালেদ সানোয়ার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান, মো. ইব্রাহিম খলিল ও ঢাকা মহানগর উত্তর সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।