ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুটি রাসেল ভাইপার পিটিয়ে মারল এলাকাবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
দুটি রাসেল ভাইপার পিটিয়ে মারল এলাকাবাসী ফাইল ছবি

ফরিদপুর: জেলার চরভদ্রাসনে একটি গ্রামে দেড় ঘণ্টার ব্যবধানে দুটি রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) পিটিয়ে মেরেছে এলাকাবাসী।  

শুক্রবার (২৪ নভেম্বর) বেলা ১১টা হতে দুপুর সাড়ে ১২টার মধ্যে সদর ইউনিয়নের পাশাপাশি দুটি গ্রামে এ বিষাক্ত সাপ দুটি পিটিয়ে মারা হয়।

 

কামারডাঙ্গী গ্রামের বাসিন্দা মো. সাদ্দাম হোসেন বলেন, দুপুরে ১১টার দিকে তিনি বাড়ি যাচ্ছিলেন। এ সময় তিনি একটি রাসেল ভাইপার সাপ রাস্তা পাড় হতে দেখেন। পরে সাপটি কাদের মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়ে। এসময়  এলাকাবাসী সাপটি পিটিয়ে মেরে ফেলে।  

তিনি জানান, এর দেড় ঘণ্টা পর ওই বাড়ি হতে ৪০০ মিটার দূরে পাশের মাথাভাঙ্গা গ্রামের সায়েদ প্রামাণিকের বাড়িতে আরও একটি রাসেল ভাইপার সাপ পিটিয়ে মারা হয়। মেরে ফেলা দুটি রাসেল ভাইপারই তিন হতে সাড়ে তিন ফুট লম্বা হবে। পরে মৃত সাপ দুটি মাটির নিচে পুঁতে ফেলা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান বলেন, চরভদ্রাসনে রাসেল ভাইপারের উপদ্রব অনেক বেড়ে গেছে। প্রায়শই এ সাপের কামড়ে মৃত্যুর ঘটনা ঘটছে। ফলে জনমনে বিরাজ করছে আতঙ্ক। জনমনে এ আতঙ্কের কারণে সাপ দেখা গেলে তা পিটিয়ে মারার ঘটনাও ঘটছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের পর হতে চরভদ্রাসনে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের দেখা মিলে। এ পর্যন্ত চরভদ্রাসনে অন্তত পনেরো জন রাসেল ভাইপার সাপের কামড়ে মারা যান। এর মধ্যে একজন সাপুড়ে ছিলেন।  

রাসেল ভাইপারের কামড়ে সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটে গত ২৫ আগস্ট। ওইদিন কামারডাঙ্গী গ্রামের বাসিন্দা কৃষক অমৃত মণ্ডলের স্ত্রী বেদানা মণ্ডল (৪৬) নামের এক গৃহবধূ এ সাপের কামড়ে মারা যান।  

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।