ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঘিওরে সড়ক দুর্ঘটনায় বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
ঘিওরে সড়ক দুর্ঘটনায় বাইকার নিহত

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার বরঙ্গাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় আসিবুল (২২) নামে এক বাইক আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে বরঙ্গাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর উপজেলাধীন তেরশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আসিবুল মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।  

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, উপজেলার তেরশ্রী নামক স্থানে সকালে একটি মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয় একটি ট্রলি। এতে মোটরসাইকেলের চালক গুরুত্ব আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আসিবুল। এ ঘটনায় ট্রলিটি আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।