ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খিলক্ষেতে কানে হেডফোন দিয়ে রেললাইনে, ট্রেনের ধাক্কায় গেল প্রাণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
খিলক্ষেতে কানে হেডফোন দিয়ে রেললাইনে, ট্রেনের ধাক্কায় গেল প্রাণ

ঢাকা: রাজধানীর খিলক্ষেত রেলগেট এলাকায় মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নুর-ই-আলম তৈমুর (৩৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার সময় তার কানে হেডফোন লাগানো ছিল বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে খিলক্ষেত রেলগেট এলাকায় কমলাপুর রেলস্টেশনগামী মহানগর এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহত তৈমুর গুলশানে একটি এনজিওতে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে খিলক্ষেত বেপারীপাড়ায় থাকতেন।

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আলম প্রতিদিনের মতো বাসা থেকে গুলশান অফিসে যাচ্ছিলেন। পথে খিলক্ষেত রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সময় আলমের কানে হেডফোন ছিল। ট্রেন আসতে দেখে অনেকে তাকে ডাকাডাকি করলেও তিনি শুনতে পাননি।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।