রাজশাহী: বিএনপির বিক্ষোভ মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় দুজন আহত হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে রাজশাহী মহানগরীর গৌরহাঙ্গা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, দুপুর দেড়টার দিকে মহানগরীর গৌরহাঙ্গা এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় মিছিলের মধ্য থেকে বিএনপি নেতাকর্মীরা পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় দুজন আহত হন।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, মহানগরীর গৌরহাঙ্গা রেলগেটে এলাকায় ঝটিকা মিছিল থেকে বিএনপি নেতাকর্মীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সদস্যদের উপস্থিতি টের তারা পালিয়ে যায়। তবে পালানোর সময় সেখান থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক। জনগণের জানমালের নিরাপত্তা ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এসএস/এমজে