নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় আগুনে পুড়ে ৮টি বসত-বাড়ি ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবার।
বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার খগা খড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী ভান্ডিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের হোচেন আলীর পুত্র রবিউল ইসলাম (কালা) এর রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
এ ঘটনায় হোচেন আলী, শফিকুল ইসলাম, ছাইদুল ইসলাম, জামিয়ার রহমান, নেমাউ, সাহিদা ও লেমনের বাড়িঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিস এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ডিমলা ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. মোজাম্মেল হক ও লিডার নুর মোহাম্মদ বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
এমএম