ঢাকা: সরকার পতনের এক দফা দাবিতে চলছে বিএনপি ও জামাতের ডাকা অবরোধ ও হরতাল। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আটটি যানবাহনে দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান সিকদার।
তিনি বলেন, ২৯ নভেম্বর সকাল ৬টা থেকে ৩০ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের দারা আটটি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। এর মধ্যে ঢাকা সিটিতে তিনটি, রাজশাহীতে একটি, বগুড়ায় একটি ও কুমিল্লায় তিনটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এসব ঘটনায় একটি কন্টেনার, পাঁচটি বাস ও দুইটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট ও ৬৮ জন জনবল কাজ করে।
উল্লেখ্য, ২৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের মাধ্যমে মোট ২৩৬টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) খবর পেয়েছে ফায়ার সার্ভিস।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
এজেডএস/এনএটি