ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সাতসকালে সাগরে গোসলে নেমে লাশ হলেন স্বামী-স্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
সাতসকালে সাগরে গোসলে নেমে লাশ হলেন স্বামী-স্ত্রী

কক্সবাজার: কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে সাগরে গোসলে নেমে লাশ হলেন স্বামী-স্ত্রী। তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

লাশ পানিতে ভাসতে দেখে লাইফগার্ডের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।  

উদ্ধার হওয়া স্বামী-স্ত্রী হলেন-নাটোরের বনপাড়া পৌরসভার মো. বোরহান উদ্দিনের ছেলে আবুল কাশেম বকুল (৪২) ও ঢাকা ডেমরা এলাকার সুলতান আলীর মেয়ে সাবিকুন্নাহার সুমা (৩৪)। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে শনিবার (০২ ডিসেম্বর) শহরের একটি হোটেলে ওঠেন।

তাদের পরিচয় নিশ্চিত করে হোটেলের সহকারী ফ্রন্টডেস্ক ম্যানেজার তারেক আজিজ জানান, শনিবার সকালে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের ৩২৭ নম্বর কক্ষে ওঠেন। রোববার সকালে তারা সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হন।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩
এসবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।