ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে রোজিম (৩৫) নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন।  

সোমবার (৪ ডিসেম্বর) সকাল রোকনপুর সীমান্তের ২২৩ নম্বর মেইন পিলারের কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সীমান্তে গুলিবিদ্ধ এক রাখালের মরদেহ মালদা পুলিশের হেফাজতে রয়েছে বলে স্বীকার করেন বিএসএফ।

এর আগে গত শনিবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

এসময় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন- ১৬ বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল জব্বার ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন- ১৫৯ বিএসএফের আরকে ওয়াদা বিওপি কমান্ডার অশোক কুমার।

রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল জব্বার জানান, বৈঠকে সীমান্তে হত্যাকাণ্ড ও মরদেহ ফেরতের বিষয়ে কথা হয়েছে। আইনগত বাধ্যবাধকতার কারণে ভারতীয় পুলিশের কিছু কাজ বাকি থাকায় মরদেহ ফেরতে বিলম্ব হচ্ছে বলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ওই রাখালের মৃত্যু কীভাবে হলো এর কোনো ব্যাখ্যা দেয়নি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল জব্বার।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।