ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনী মুক্ত দিবসে ২৫ কিলোমিটার পদযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৩
ফেনী মুক্ত দিবসে ২৫ কিলোমিটার পদযাত্রা

ফেনী: ‘ফেনী মুক্ত দিবসের অঙ্গীকার মাদকমুক্ত ফেনী আমার’ শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে ফেনী মুক্ত দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন তরুণ সংঘ ২৫ কিলোমিটারের ব্যতিক্রম পদযাত্রার আয়োজন করেছে।

বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টার জেলার দাগনভূঞাঁ জিরো পয়েন্ট এলাকা থেকে পদযাত্রাটি শুরু হয়ে দীর্ঘ ২৫ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে ফেনী কলেজের বদ্যভূমিতে এসে শেষ হয়।

 

বদ্যভূমিতে শ্রদ্ধা জানানোর পর দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে আলোচনা সভায় অংশ নেন তরুণরা।  

তরুণ সংঘের চেয়ারম্যান আনোয়ার হোসেন সোহাগের নেতৃত্বে এবং পদযাত্রার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের সভাপতিত্বে কর্মসূচিতে তরুণ সংঘের সভাপতি ইয়াকুব রকি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ দেড় শতাধিক তরুণ অংশ নেয়। ২০১৬ সাল থেকে এ পদযাত্রা প্রতি বছর আয়োজন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৩
এসএইচডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।