ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালীগঞ্জে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৩
কালীগঞ্জে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৬

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা কবিবাড়ী এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সোহাগ মিয়া (২৭) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার ছয়জন যাত্রী।

 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত সোহাগ ওই উপজেলার তুষভান্ডার গ্রামের লৎফর রহমানের ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে রংপুর থেকে অটোরিকশা যোগে কাকিনা বাজার আসছিলেন সোহাগ। পথে অটোরিকশাটি কবি শেখ ফজলল করিমের ফলকের কাছে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটিতে থাকা সাতজন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। অপর আহত ছয়জনকে ভর্তি করা হয়।  

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।