ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় ব্রিজের নিচে পড়েছিল কলেজছাত্রের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৮, ডিসেম্বর ৮, ২০২৩
ভাঙ্গায় ব্রিজের নিচে পড়েছিল কলেজছাত্রের মরদেহ

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় একটি ব্রিজের নিচ থেকে সৌরভ মালো (২১) নামে এ কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (০৮ ডিসেম্বর) সকালে ভাঙ্গা পৌরসভার কুমার নদের একটি জোড়া ব্রিজের নিচে থেকে ওই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত সৌরভ ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার মাঝিকান্দা এলাকার স্বপন মালোর ছেলে। সে নগরকান্দা মহাবিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।  

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ওই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের রিপোর্টের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। তবে, এটি হত্যা না-কি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে।  

ওসি জানান, ওই কলেজছাত্রকে ব্রিজ থেকে নিচে ফেলিয়া হত্যা করা হলো কি না, নাকি সে নিজে ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে তা পুলিশ উদঘাটনে চেষ্টা করছে।

 

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।