ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের হাতে কামড় দিয়ে পালাল আসামি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৪, ডিসেম্বর ১০, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের হাতে কামড় দিয়ে পালাল আসামি

ব্রাহ্মণবাড়িয়া: পুলিশের হাতে কামড় দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাসুদ হত্যা মামলা ও চাঁদাবাজি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হালিম মিয়া (৩০) নামে এক আসামি পালিয়ে গেছে।  

শনিবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের কাদির মিয়ার ছেলে।

পুলিশ জানায়, হালিম মিয়া খাগাতুয়া গ্রামের মাসুদ হত্যা মামলার অন্যতম আসামি। হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। শনিবার সন্ধ্যায় খাগাতুয়া গ্রামে অভিযান চালিয়ে হালিমকে আটক করে পুলিশ। কিন্তু তার হাতে হাতকড়া পড়ানোর আগেই এএসআই আশরাফুল আরিফের হাতে কামড় দিয়ে তিনি পালিয়ে যান।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ