ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় অটোরিকশা খাদে পড়ে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
নলডাঙ্গায় অটোরিকশা খাদে পড়ে চালক নিহত

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় একটি সেতু পারাপারের সময় অটোরিকশা খাদে পড়ে মো. আবুল কালাম (৩৮) নামে এক চালক নিহত হয়েছেন।

রোববার (১০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বামুনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম উপজেলার হরিদাখলসী গ্রামের ফজল হকের ছেলে।  

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে আবুল কালাম তার অটোরিকশায় কাঁচ ও হার্ডবোর্ড বোঝাই করে নলডাঙ্গা বাজার থেকে নিজ গ্রামে যাচ্ছিলেন। পথে বামুনগ্রাম এলাকায় সেতুর সংযোগ সড়ক (পূর্বপাড়ে) কাদাযুক্ত ও পিচ্ছিল হওয়ায় সেতুতে উঠতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে পার্শ্ববর্তী খাদে পড়ে অটোরিকশাটি। এতে গুরুতর আহত হন আবুল কালাম।  

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।