ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মহাসড়কের আইল্যান্ডে প্রাইভেটকারের ধাক্কা, দুই যাত্রী নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
মহাসড়কের আইল্যান্ডে প্রাইভেটকারের ধাক্কা, দুই যাত্রী নিহত  ছবি: সংগৃহীত

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মহাসড়কে দুর্ঘটনায় একটি প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়েছেন।  

রোববার (১০ ডিসেম্বর) ভোরে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত দুজন হলেন- নোয়াখালীর সোনাইমুড়ি থানার পাঁচবাড়িয়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আবু তাহের (৫৭) ও লক্ষ্মীপুর সদর থানার কল্যাণপুর এলাকার আব্দুল হাই পাটোয়ারীর ছেলে ইব্রাহিম (৫২)।  

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, গাইবান্ধা থেকে প্রাইভেটকারযোগে আবু তাহের ও ইব্রাহিমসহ পাঁচজন ঢাকায় যাচ্ছিলেন। এক পর্যায়ে প্রাইভেটকারটি চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে প্রাইভেটকারের দুই যাত্রী আবু তাহের ও ইব্রাহিম ঘটনাস্থলে মারা যান।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
আরএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।