ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে পেঁয়াজসহ বেড়েছে সবজির দাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
মাদারীপুরে পেঁয়াজসহ বেড়েছে সবজির দাম

মাদারীপুর: মাদারীপুরে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজসহ প্রায় সব সবজির দাম বেড়েছে। বিক্রেতারা বলছেন, গত কয়েকদিনের বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় হঠাৎ করেই সবজির দাম বৃদ্ধি পেয়েছে।

একই কারণে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা। সব প্রকার সবজির দাম বাড়ায় ক্রেতাদের মধ্যে রয়েছে অসন্তোষ।

রোববার (১০ ডিসেম্বর) সকালে শিবচরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজি বাজারের দোকানগুলো প্রায় ভরপুর। সকাল থেকেই সবজির দোকানগুলোতে তাজা সবজি সাজিয়ে বসেছেন বিক্রেতারা। শীতকালীন নানা প্রকারের শাক-সবজিতে বাজার সয়লাব থাকলেও দাম গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে কিছুটা বেশি বলে জানান ক্রেতারা। সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি শাক-সবজিতেই ১০/২০ টাকা বেশি।

এদিকে পেঁয়াজের বাজার আরও অস্থির বলে জানান ক্রেতারা। গত সপ্তাহে যে পেঁয়াজ ১৩০ টাকা করে কিনেছেন, এই সপ্তাহে তা বিক্রি হচ্ছে ১৮০ টাকা করে। কাঁচা সবজির পাশাপাশি আলু, আদা, রসুনের দামও বেড়েছে।

ক্রেতাদের সঙ্গে কথা হলে তারা জানান, শীতের সবজিতে বাজার সয়লাব হলেও দাম কমেনি। বরং গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম কিছুটা বেড়েছে। বাজার করতে এসে বিপাকে পড়তে হয় দাম বৃদ্ধির কারণে। কোনো অজুহাত ছাড়াই পণ্যের দাম বেড়ে যায়। আর এই সপ্তাহে বৃষ্টির অজুহাত রয়েছে। বৃষ্টির কারণে এক সপ্তাহে পেঁয়াজের দাম বেড়ে গেছে। ১৩০ টাকার পেঁয়াজ কিনতে হচ্ছে ১৮০ টাকা করে। এছাড়া মাছের বাজারও চড়া। গরুর মাংসের দাম বিভিন্ন স্থানে কমলেও শিবচরের দাম কমেনি। আগের মতোই বেশি দামে বিক্রি হচ্ছে।

জেলার শিবচর পৌর বাজারের বিক্রেতারা জানান, চলতি সপ্তাহে বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে ৭০ টাকা, পুরাতন আলু ৬০ টাকা, পেঁয়াজ পুরাতন ১৮০ টাকা, নতুন পেঁয়াজ ১৫০ টাকা, কাঁচা মরিচ ১০০, পটল ৪০ টাকা, ফুল কফি ৪০, বাঁধা কফি ৩৫ টাকা, করলা ৬০ টাকা, গাজর ৬০ টাকা, শসা ৪০ টাকা, রসুন দেশি ২২০ টাকা, রসুন চায়না ২০০ টাকা, দেশি শিম ১০০ টাকা, টমেটো ৮০ টাকা, বরবটি ৬০-৮০ টাকা, বেগুন জাত ভেদে ৬০-৮০ টাকা, পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি করে। এছাড়া লাল শাক, পালং শাক, মেথি শাকসহ নানা প্রকারের শাক বিক্রি হচ্ছে আঁটি ৩০ থেকে ৪০ টাকা।

লাভলু হাওলাদার নামের এক ক্রেতা বলেন, দাম বাড়ছেই। শীতের এই সময়ে সবজির দাম কম থাকার কথা। উল্টো দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে। বৃষ্টির কারণে নাকি দাম বাড়তি বলে বিক্রেতারা বলছেন। শাক-সবজির দাম বাড়লে বেশ বিপাকে পড়তে হয়।

মো. আমির হোসেন নামের এক সবজি বিক্রেতা বলেন, গত দুই/তিন দিন বৃষ্টি থাকার কারণে সব তরি-তরকারির দামই বেড়েছে। পাইকারি বাজারে বাড়লে খুচরা বাজারেও দাম বাড়বে। দাম বেড়ে গেলে বিক্রি একটু কমে যায়।

এদিকে অতিরিক্ত দামে পণ্য বিক্রির ক্ষেত্রে ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। জেলার শিবচরসহ বিভিন্নস্থানে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।