ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

চাকরির খোঁজে ঢাকায় এসে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩১, ডিসেম্বর ১০, ২০২৩
চাকরির খোঁজে ঢাকায় এসে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মহাখালী এলাকায় ট্রেনের ধাক্কায় আবুল বাশার টিটু (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুর হয়েছে। পুলিশ বলছে, নিহত টিটু চাকরির খোঁজে ঢাকায় এসেছিলেন।

রোববার (১০ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে মহাখালী রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টিটু পাবনার দারিয়াপুর গ্রামের মৃত রফিকুল ইসলাম লেবু মাস্টারের ছেলে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কমলাপুর রেলস্টেশন থেকে জামালপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান টিটু। ঘটনার সময় তিনি রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। পরে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মারা যান।

আশরাফ উদ্দিন জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। যতটুকু জানা গেছে, নিহত টিটু চাকরির খোঁজে ঢাকায় এসেছিলেন। ঢাকায় থাকা তার এক আত্মীয়ের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।