ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে খিচুড়ি খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
টঙ্গীতে খিচুড়ি খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৫

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে নৌকা প্রতীকের উঠান বৈঠকে খিচুড়ি খাওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।

রোববার (১০ ডিসেম্বর) রাতে গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নং ওয়ার্ডে আউচপাড়া মামকি মোল্লা স্কুলে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, গাজীপুর-২ আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ আহসান রাসেলের সমর্থনে আউচপাড়া মামকি মোল্লা স্কুলে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। রাত ১০টার দিকে বৈঠক শেষে খিচুড়ি খাওয়া হয়। এ সময় খিচুড়ি খাওয়া নিয়ে স্থানীয় রিংকু ও রবিন  গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।  

এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়। পরে স্থানীয় ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা দুই পক্ষকে সরিয়ে দেন। এরপর দুই পক্ষ স্কুলের বাইরে পৃথকভাবে অবস্থান নিয়ে পরস্পর শক্তি প্রদর্শন। সংবাদ পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ওই সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা, সাবেক কাউন্সিলর নাসির মোল্লা ও মহিলা আওয়ামী লীগ নেত্রী আয়েশা খাতুন সহ স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, দুই গ্রুপে মধ্যে মারামারি হয়েছে, তবে জটিল কিছু নয়।

বাংলাদেশ সময়: ১৪৪০ ডিসেম্বর ১১, ২০২৩।
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।