চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করায় চার দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এ জরিমানা করেন।
তিনি বলেন, সোমবার চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ, অতিরিক্ত দামে জুতা বিক্রির অপরাধে চার ব্যবসাপ্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তার অধিকার রক্ষার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করে মতলব দক্ষিণ থানার পুলিশ সদস্যরা।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এসএম