ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় ২৪ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
পাকুন্দিয়ায় ২৪ কেজি গাঁজাসহ আটক ২

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২৪ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

মঙ্গলবার (১২ ডিসেম্বর) র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

আটকরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার করমুলী এলাকার মো. লুৎফর রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম (৫৩) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গুনপুর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. অপু (৩২)।  

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়ার মধ্য পাকুন্দিয়া সাকিন এলাকায় নাজমুলের ভাড়া বাড়িতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। অভিযানে মাদক কারবারি রফিকুল ও অপুকে আটক করা হয়। পরে তাদের অবস্থানরত ঘর তল্লাশি করে ২৪ কেজি গাঁজা, তিনটি মোবাইলফোন, ১ লাখ ২০ হাজার টাকা ও বাড়ির সঙ্গে রাস্তার ওপর থেকে গাঁজা বহনকৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়।  

আটক ওই দু’জনের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।