ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় সাড়ে ৮ হাজার ইয়াবাসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
নওগাঁয় সাড়ে ৮ হাজার ইয়াবাসহ কারবারি আটক

নওগাঁ: নওগাঁয় সাড়ে আট হাজার ইয়াবা ট্যাবলেটসহ বুলবুল আহম্মদ (৩৬) নামে এক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প।

 

আটক বুলবুল জেলার পত্নীতলা উপজেলার ভগবানপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ সদর উপজেলার চকমুক্তার এলাকা থেকে মাদক কারবারি বুলবুলকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা প্লাস্টিকের বস্তায় লাক্স সাবানের মোড়কে লুকিয়ে রাখা ৮ হাজার ৫৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। বুলবুল সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ, রাজশাহী ও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে জানিয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।