ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

১৯-২০ ডিসেম্বর বাংলাদেশ-ভারত নৌসচিব পর্যায়ের বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
১৯-২০ ডিসেম্বর বাংলাদেশ-ভারত নৌসচিব পর্যায়ের বৈঠক

ঢাকা: বাংলাদেশ ও ভারতের নৌসচিব পর্যায়ের দুদিনব্যাপী বৈঠক আগামী ১৯-২০ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে। দুই দেশের নৌপথে যোগাযোগ ও সহযোগিতা আরও এগিয়ে নিতে নানা বিষয়ে এ বৈঠকে আলোচনা হবে।

নৌপরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল এবং ভারতের পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ মন্ত্রণালয়ের সচিব টি কে রমাচন্দ্রন নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেবেন।

বৈঠকে প্রথম দিন প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেডের (পিআইডব্লিউটিঅ্যান্ডটি) অধীন স্ট্যান্ডিং কমিটির সভার পাশাপাশি ইন্টার গভর্নমেন্টাল কমিটির (আইজিসি) সভা হবে। পরদিন হবে নৌসচিব পর্যায়ের বৈঠক।

বৈঠক সামনে রেখে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে আলোচনা হয়।  

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে ওই বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা, বাংলাদেশ কন্টেইনার শিপ ওনার্স অ্যাসোসিয়েশন, কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সরাসরি ও ভার্চ্যুয়ালি অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩   
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।