ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বাড্ডায় স্কুল ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩০, ডিসেম্বর ১৬, ২০২৩
বাড্ডায় স্কুল ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

ঢাকা: রাজধানীর বাড্ডায় সালমান খান (১৬) নামে এক স্কুল ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে, পুলিশ বলছে নিহতের মাথায় আঘাত আছে।

শনিবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে মধ্য বাড্ডা ময়নারবাগ বাসার সামনে আহত অবস্থায় স্বজনরা সালমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষার পর বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সালমান খানের বড় ভাই মেহেদী হাসান শাকিল বলেন, সালমান নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তিন ভাইয়ের মধ্যে সে সবার ছোট। তার বাবা মো. শাহ আলম ব্যবসায়ী। গ্রামের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জে।

ঘটনার সময় সালমান বাসার সামনে বন্ধুদের সাথে খেলছিল। এ সময় সে মাথার পেছনে আঘাত পেয়ে অচেতন হয়ে পড়ে। পরে বাসার সামনে থেকে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা হয়। কীভাবে তার মাথায় আঘাত লেগেছে সেটি স্পষ্ট নয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।