ঢাকা বিশ্ববিদ্যালয়: রাজু ভাস্কর্য থেকে ছাত্রলীগের মোড়ানো কালো কাপড় সরিয়ে দিয়েছে ছাত্র ইউনিয়ন।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটা নাগাদ এ ঘটনা ঘটে।
দীপক শীল বলেন, সব রাজনৈতিক শিষ্টাচার উপেক্ষা করে ছাত্রলীগ সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে কালো কাপড় মুড়ে দিয়েছিল। তা শহীদ রাজুর সংগঠন ছাত্র ইউনিয়নসহ সকল প্রগতিশীল ও মুক্তমনা মানুষকে আহত করেছে। আমরা ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের কবল থেকে রাজু ভাস্কর্যকে অবমুক্ত করেছি। ভবিষ্যতে এ ধরনের কাজ করলে শিক্ষার্থীদের সাথে নিয়ে দাঁতভাঙা জবাব দেব।
উল্লেখ্য, মেট্রোরেলকে স্বাগত জানিয়ে রাজু ভাস্কর্যের সামনে ‘মেট্রো অ্যাট টিএসসি: থ্যাঙ্ক ইউ শেখ হাসিনা’ লেখা ব্যানার স্থাপন করে ছাত্রলীগ। সে ব্যানার ভাংচুরকে কেন্দ্র করে গত ১২ ডিসেম্বর ছাত্র ইউনিয়নের নেতাদের ওপর হামলা করে ছাত্রলীগ। একই তারিখ রাতে রাজু ভাস্কর্যকে কালো পতাকায় মুড়ে দেয় ছাত্রলীগ নেতারা।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
এমজে