ঢাকা, সোমবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ছুটির দিনে মেট্রোরেল ভ্রমণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪০, ডিসেম্বর ১৭, ২০২৩
ছুটির দিনে মেট্রোরেল ভ্রমণ

ঢাকা: বিজয় দিবসের ছুটির দিনে মেট্রোরেল খোলা থাকায় উপচেপড়া ভিড় ছিল যাত্রীদের। স্বপ্নের মেট্রোরেলে চড়তে পরিবার নিয়ে বের হয়েছিলেন যাত্রীরা।

 

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই মেট্রোরেলের উত্তরা থেকে মতিঝিলের সব স্টেশনেই ছিল যাত্রীদের ভিড়।

নুজাত অরীন নামে এক যাত্রী মেট্রোরেলে পরিবার নিয়ে ঘোরার উচ্ছ্বাস প্রকাশ করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তিনি লিখেন, ‘ছুটির দিনে ঢাকা শহরে ঘোরার জায়গা খুবই কম। এজন্য শহরের ভেতরেই আমাদের গৌরবের আর স্বপ্নের মেট্রোরেলে ঘুরতে চলে এলাম বাচ্চা নিয়ে’।

শুধু নুজাত অরীন নয়, মেট্রোরেলে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আনন্দ প্রকাশ করেছেন আরও অনেক যাত্রী।  

শারমিন সুলতানা লিখেছেন, পরিবারের ছয় সদস্য নিয়ে মেট্রোরেলে চড়লাম লম্বা লাইনে দাঁড়িয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ আমাদের এমন অভিজ্ঞতা নেওয়ার সুযোগ দেওয়ার জন্য।  

এমআরটি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কোরবান আলী বলেন, অন্যান্য দিন থেকে আজ বেশি যাত্রী। সবাই ঘোরাঘুরি করছেন। ১০ মিনিট পর ছয়টি কোচ চলছে। এখন পর্যন্ত কোনো ত্রুটি বা যাত্রীর অভিযোগ নেই।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এনবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।