ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

গুলি করলে ফুল মারব না, গুলি থামাতে জানি: লোটন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
গুলি করলে ফুল মারব না, গুলি থামাতে জানি: লোটন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী আলমগীর শিকদার লোটন বলেছেন, নির্বাচনে কেউ ভয়ভীতি দেখাবে. এটা এত সহজ না। কেউ ভয় দেখালে আমরা বসে থাকব না।

সিইসি বলেছে শান্তিপূর্ণ ভোট হবে। আমরা সেটার শ্রদ্ধা করি। কিন্তু কেউ যদি ভোট ডাকাতি করতে চায়, যদি ভাবে সে গুলি করলে আমরা ফুল মারব সেটা হবে না। গুলি থামানোর শক্তি আমাদের আছে।

বুধবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

আলমগীর শিকদার লোটন বলেন, আমি ভীত লোক না। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলাম। একটা ভিপি হওয়া বোঝেন, ঢাকা শহর। সেখান থেকে বেরিয়ে আমি গ্রামে নিজেকে প্রতিষ্ঠিত করেছি। কোনো ভয়ভীতি পাবেন না। আমরা আছি, লাঙ্গল নিয়ে আছি। বাবু আমার ছোট ভাই। সে পনেরো বছর ছিল। সবকিছুই পরিবর্তনশীল। আল্লাহ ছাড়া আমরা সবাই পরিবর্তনশীল, কেউ থাকব না। বাবুরে তিনবার দিয়েছেন, এবার আমি দাবি নিয়ে এসেছি।

তিনি বলেন, লাঙ্গল নিয়ে এসেছি তো কী হয়েছে। আমার কাছে আওয়ামী লীগ-বিএনপি নাই। সকলকে নিয়ে আমি কাজ করতে চাই। বিএনপির যেন কোনো ভয় না থাকে সেটাও খেয়াল রাখতে হবে। বিএনপি বাংলাদেশের বৃহৎ একটি দল। তারা রাজপথে আছে, এটি অস্বীকার করার উপায় নেই। বিএনপি নির্বাচনে আসেনি এটা তাদের ব্যাপার। তবে বিএনপি ও জাতীয় পার্টির একই আদর্শ। মুদ্রার এপিঠ-ওপিঠ।  

জাপার নেতা বলেন, আমি আশা করি, আপনারা যারা আওয়ামী লীগ করেন তারাও আমার পাশে থাকবেন। আমার বাবা ৭০ ও ৭৩ সালে আওয়ামী লীগের এমপি ছিলেন। আসুন আমরা আড়াইহাজারকে উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলি।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
এমআরপি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।