ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় রেল লাইনের ক্লিপ খোলার অভিযোগে যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় রেল লাইনের ক্লিপ খোলার অভিযোগে যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় রেল লাইনের ক্লিপ খোলার অভিযোগে আরিফ (২২) নামে এক যুবককে আটক করেছে আনসার বাহিনীর সদস্যরা।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের জেলা শহরের পৈরতলা রেল গেট ব্রিজ থেকে তাকে আটক করা হয়।

তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাটপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।

আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. ইসমাইল হোসেন জানান, বিকেলে ওই যুবক পৈরতলা গণকবর এলাকার রেল লাইনের প্যাঁচানো ক্লিপ খুলছিল। এ সময় দায়িত্বরত আনসার বাহিনীর সদস্যরা তাকে দেখে ঘটনাস্থলে গিয়ে আটক করে। পরে তার কাছ থেকে চারটি প্যাঁচানো ক্লিপ উদ্ধার করা হয়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে তাকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, এ ঘটনায় জিআরপি থানায় মামলা হবে।

বাংলাদেশ সময়: ২২৫১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।