ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে রেললাইন কেটে নাশকতার মূলহোতাসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
গাজীপুরে রেললাইন কেটে নাশকতার মূলহোতাসহ গ্রেপ্তার ২

ঢাকা: গাজীপুরের শ্রীপুরে রেল লাইন কেটে মোহনগন্জ এক্সপ্রেসে নাশকতার মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

রোববার (২৪ ডিসেম্বর) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, গত ১৩ ডিসেম্বর ঢাকা-ময়মনসিংহ রেল রুটে গাজীপুরের শ্রীপুর উপজেলাস্থ বনখুরিয়া এলাকায় রেল লাইন কেটে মোহনগন্জ এক্সপ্রেসে নাশকতার মূলহোতাসহ দইজনকে গ্রেপ্তার করেছে সিটিটিসির এসএজি বিভাগ।

এ সময় কাটার ও রেললাইন কাটার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
পিএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।