ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রেললাইনে দায়িত্ব পালনের সময় ট্রেনে কাটা পড়ে আনসার সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
রেললাইনে দায়িত্ব পালনের সময় ট্রেনে কাটা পড়ে আনসার সদস্য নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলে নাশকতারোধে রেললাইনে দায়িত্বরত অবস্থায় ট্রেনে কাটা পড়ে রূপচান (৫০) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কালিহাতী উপজেলার চরভাবলা নামকস্থান তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রূপচান টাঙ্গাইল সদর উপজেলার মগড়া গ্রামের হারু মণ্ডলের ছেলে।

রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, রেললাইনে নাশকতা রোধে রাত থেকে আনসার সদস্য রূপচানসহ কয়েকজন দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়ে রূপচান নিহত হন। খবর পেয়ে সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।  

খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।