ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সালথায় অবৈধভাবে মাটি উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
সালথায় অবৈধভাবে মাটি উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

ফরিদপুর: ফরিদপুর জেলার সালথায় ফসলি জমি থেকে অবৈধভাবে বেকু দিয়ে মাটি উত্তোলন করায় মো. হুমায়ূন মোল্যা (৪৮) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার জয়কাইল গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

 

জরিমানাপ্রাপ্ত হুমায়ূন ওই গ্রামের আবু তালেপ মোল্যার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সালথার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। অভিযানকালে সহায়তায় ছিলেন সালথা থানার পুলিশ সদস্যরা।  

ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।