ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গণজোয়ার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
নারায়ণগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গণজোয়ার স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার গণসংযোগ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভুঁইয়ার পক্ষে মিছিল করেছেন হাজার হাজার মানুষ মানুষ। আসনটির সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর চালানো অত্যাচারের প্রতিকার পেতে এবারের নির্বাচনে শাহজাহান ভূইয়াকে ভোট দিতে উঠান বৈঠক ও গণসংযোগও করেন তারা।

 

এদিকে, গাজী পরিবারের নির্যাতনের শিকার তৃণমূল বিএনপির নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী ড. তৈমুর আলম খন্দকার। গোলাম দস্তগীর গাজীর নির্যাতন থেকে এলাকাবাসীকে মুক্তি দিয়ে উন্নয়নের শিখরে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের।  

জানা গেছে, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বচন। ঢোলের তালে এরই মধ্যে প্রার্থীরা মেতে উঠেছেন প্রচারে। চলছে উঠান বৈঠক, ভোটারদের দেয়া হচ্ছে নানান প্রতিশ্রুতি।

সকাল থেকেই স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার জন্য উঠান বৈঠক করেন মুড়াপাড়া ইউনিয়নের হাজার হাজার মানুষ। এ সময় স্থানীয় আওয়ামীলীগ নেতা, জনপ্রতিনিধিরাও শাহজাহান ভূঁইয়ার পক্ষে ভোট চান।

তারা বলেন, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর ভূমি দস্যুতা, মাদক করবার, অবৈধভাবে অর্থ আত্মসাৎ, সন্ত্রাসী দ্বারা হামলা মামলা থেকে বাঁচতে হলে ৭ জানুয়ারি নির্বাচনে ভোট দিয়ে শাহজাহান ভূঁইয়াকে জেতাতে হবে।  

রূপঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেস্বার আব্দুল জব্বার বলেন, বর্তমান এমপির অত্যাচার থেকে এ রূপগঞ্জবাসী মুক্তি চায়। সবাই স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়াকে ভোট দিয়ে জয়ী করুন।

মুড়াপাড়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালান আওয়ামী লীগের শতন্ত্র প্রার্থী শাহজাহান ভূইয়া বলেন, নির্বাচিত হলে রাজধানীর অতি কাছে থাকা সত্ত্বেও পিছিয়ে থাকা এ এলাকার উন্নয়নে কাজ করবো আমি। সাবেক এমপি গাজী পরিবারের অত্যাচার থেকে মুক্ত করবেন এলাকাবাসীকে।

এর আগে, রূপগঞ্জে মুড়াপাড়া উইনিয়ন ৬ নং ওয়ার্ড এ প্রচারণা চালান তৃণমূল বিএনপির প্রার্থী ড. তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, সাধারণ মানুষের মতো আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী পরিবারের নির্যাতনের শিকার আমি নিজেও।

এ সময় নৌকা প্রার্থী গোলাম দস্তগীর গাজী হামলার প্রতিকার চান এ আসনের প্রার্থীরা।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।