ঢাকা: ইংরেজি নববর্ষ উদযাপনে আতশবাজি ও ফানুস ওড়ানোর ঘটনায় ঢাকাসহ তিন স্থানে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (১ জানুয়ারি) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান।
তিনি জানান, থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে আতশবাজি ও ফানুস উড়ানোর কারণে সারা দেশে তিনটি স্থান থেকে আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
স্থান তিনটি হলো, ধানমন্ডি, ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা, ও জামালপুর সদর। আগুনের ঘটনায় দুটি দোকান ও একটি বাসাবাড়ি পুড়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।
সারাদেশে সব ফায়ার স্টেশন প্রস্তুত থাকলেও এ তিনটি আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও ৩০ জনবল কাজ করে।
রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে আতশবাজি ও ফানুস না উড়ানোর আহ্বান জানানো হয়েছিল
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
এজেডএস/আরএইচ