ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নারী বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নারী বাইকার নিহত

ঝিনাইদহ: জেলা সদরে যানবাহনের চাপায় এক নারী মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।  

সোমবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কে তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত নারীর নাম রুলী খাতুন ( ২৫)। ঝিনাইদহ সদর উপজেলার নাচনা গ্রামের আনছার আলীর মেয়ে তিনি।  

স্থানীয়রা জানান, কালিগঞ্জ থেকে মোটরসাইকেল চালিয়ে ঝিনাইদহ সদর উপজেলার নাচনা গ্রামের যাচ্ছিলেন ওই নারী বাইকার। পথে অজ্ঞাত একটি বাহন তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।  

বারোবাজার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদম আলী এসব তথ্য নিশ্চিত করেন।  
তিনি জানান, যশোর-ঝিনাইদহ সড়কের তেঁতুলতলা এলাকায় একটি দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।