ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পূর্বধলায় রেললাইনের ডগপিন, নাট-বল্টু খুলে নিলো দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
পূর্বধলায় রেললাইনের ডগপিন, নাট-বল্টু খুলে নিলো দুর্বৃত্তরা

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় রেললাইনের ৪০টি ডগপিন, নাট-বল্ট খুলে নিয়েছে দুর্বৃত্তরা।  

মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে উপজেলার জারিয়া বালুরঘাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

জারিয়া রেলওয়ে স্টেশন মাস্টার মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার সকালে উপজেলার পূর্বধলা রেলওয়ে স্টেশন ও জারিয়া স্টেশনের মাঝামাঝি বালুঘাটা নামক স্থানে রেললাইনের ১৭ নম্বর ব্রিজের ওপর ৪০টি ডগপিন, নাট-বল্টু খোলা অবস্থায় দেখতে পান টহলরত আনসার সদস্যরা। এসময় শতশত যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জারিয়াগামী ২৭২ ডাউন ট্রেনটি আসছিল। পরে ট্রেনটি পূর্বধলা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে এসে জারিয়া স্টেশনের আগেই বালুঘাটায় থামান টহলরত আনসার সদস্যরা।  

ঘটনাটি পূর্বধলা রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী আব্দুল মোমেন বিষয়টি দ্রুত উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসানকে জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

মো. খবিরুল আহসান বলেন, ঘটনার খবর পেয়ে পরিদর্শন করে রেললাইনের ১৭ নম্বর ব্রিজের ওপর ৪০টি ডগপিন, নাট-বল্টু খোলা দেখতে পাই। এ রেললাইনে সার্বক্ষণিক আনসার সদস্যরা পাহারায় আছেন। রেললাইন মেরামতের কাজ চলমান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত তদন্ত কমিটি গঠন করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।