ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মরদেহ বের করতে ট্রেনের ভেতরে উদ্ধারকারী দল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
মরদেহ বের করতে ট্রেনের ভেতরে উদ্ধারকারী দল

ঢাকা: রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ১০টা ১০ মিনিটের দিকে আগুনের মাত্রা যখন কমে আসে তখন ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ট্রেনের ভেতরে প্রবেশ করে৷ 

মরদেহ নেওয়ার জন্য সাদা ব্যাগ বগির ভেতরে নেওয়া হয়েছে।

সেখানে ফায়ার সার্ভিসের উদ্ধার দল কাজ করছে।  

এদিকে উৎসুক জনতা ঘটনাস্থলে জড়ো হচ্ছে। পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার সদস্যরা তাদের সরানোর চেষ্টা করছেন।

ট্রেনের ইঞ্জিন রুমের ভেতর থেকে বের হওয়া স্বেচ্ছাসেবী মো. রাসেল বাংলানিউজকে বলেন, ভেতরে প্রচন্ড ধোঁয়া রয়েছে। আমরা দুইজন বগির ভেতরে ঢুকে আগুন নেভাতে চেষ্টা করি। আগুন নেই তবে প্রচন্ড ধোঁয়া রয়েছে।

এদিকে, বাংলানিউজের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, ট্রেনের একটি জ্বলন্ত বগির জানালায় একজন নিথর হয়ে পড়ে আছেন।

ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন বলেন, কমলাপুর রেলস্টেশনে ঢোকার সময় বেনাপোল এক্সপ্রেসের ট্রেনটিতে আগুনের ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বাংলানিউজকে বলেন, বেনাপোল এক্সপ্রেসের পাঁচটি বগি একেবারে পুড়ে গেছে। ভেতরে কী ঘটেছে বলা যাচ্ছে না। আমরা আগুন নির্বাপণের কাজ করছি।

বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
এসজেএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।