ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোল এক্সপ্রেসে আগুন

পুড়ে মারা গেলেন স্ত্রী, স্বামী দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
পুড়ে মারা গেলেন স্ত্রী, স্বামী দগ্ধ দগ্ধ স্বামী

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনের পাশে গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস নামে ট্রেনের আগুনের ঘটনায় আসিফ মোহাম্মদ খান (৩০) নামে একজন দগ্ধ হয়েছেন।

বর্তমানে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

তার পরিবার বলছে, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে থাকা আসিফের স্ত্রী নাতাসা জেসমিন (২৫) আগুনে পুড়ে মারা গেছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে আসিফকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

আসিফ তার স্ত্রীকে নিয়ে ভাঙ্গা উপজেলায় ঘুরতে যান। ঢাকার গেন্ডারিয়ায় তাদের স্থানীয় বাড়ি। আসিফ ভাঙ্গা থেকে তার স্ত্রীকে নিয়ে ঢাকায় ফিরছিলেন। পথে ট্রেনে আগুনের ঘটনায় তার স্ত্রী মারা যাযন। তিনি দগ্ধ হয়ে চিকিৎসাধীন।

বার্ন ইনস্টিটিউটে দগ্ধ আসিফের বাবা সিদ্দিকুর খান তার পুত্রবধূর মৃত্যুর খবরটি জানান।

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, আসিফের শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাত ৯টা পাঁচ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদের পর ধাপে ধাপে বেশ কিছু ইউনিট পাঠানো হয়।

এদিকে, বাংলানিউজের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, ট্রেনের একটি জ্বলন্ত বগির জানালায় একজন নিথর হয়ে পড়ে আছেন।

ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন বলেন, কমলাপুর রেলস্টেশনে প্রবেশের সময় বেনাপোল এক্সপ্রেসের ট্রেনটিতে আগুনের ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বাংলানিউজকে বলেন, বেনাপোল এক্সপ্রেসের পাঁচটি বগি একেবারে পুড়ে গেছে।

আরও পড়ুন: বেনাপোল এক্সপ্রেসে আগুন, ভেতরে মিলল ৪ মরদেহ

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।