ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল এক্সপ্রেসে আগুন, ৪ মরদেহ ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
বেনাপোল এক্সপ্রেসে আগুন, ৪ মরদেহ ঢামেকে

ঢাকা: রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় উদ্ধার চারটি মরদেহ ব্যাগে ভরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এসব মরদেহ আনা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, চারটি মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। মরদেহগুলো সম্পূর্ণ পুড়ে গেছে।

এর আগে রাত ৯টার দিকে কমলাপুর রেলস্টেশনের পাশে গোপীবাগে ট্রেনটিতে আগুন দেওয়া হয়। এটাকে নাশকতা বলছে পুলিশ।

আগুনে ট্রেনের ৫ বগি পুড়ে গেছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনায় শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।