ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ককটেল ফাটিয়ে ভাঙল নৌকা, পোস্টারে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
ককটেল ফাটিয়ে ভাঙল নৌকা, পোস্টারে আগুন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের লাহারকান্দিতে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে নৌকার প্রতীক ভেঙে পোস্টার, ফেস্টুন জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।  

শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।

এর আগে শুক্রবার (৫ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুর-৩ আসনের নির্বাচনী এলাকার লাহারকান্দি ইউনিয়নের হাজী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটাররা যেন কেন্দ্রে না যায়, এজন্য বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। পরে নৌকার ব্যানার-ফেস্টুন আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। হাজী মার্কেটের সামনে কাপড় দিয়ে বানানো নৌকা প্রতীকের ঝুলন্ত প্রতিকৃতি নামিয়ে আগুন দেয় অজ্ঞাতরা।  

লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে। নৌকার বিপক্ষের লোকজন বা জামায়াত-বিএনপির লোকজন হতে পারে। কেন্দ্র কমিটির সভাপতিকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।  

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা কেউ জানাতে পারেনি। নৌকা প্রার্থীর লোকজনকে লিখিতভাবে সুনির্দিষ্ট অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ককটেল ফাটানোর বিষয়টি আমাদের জানা নেই।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।