ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাজারীবাগে ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
হাজারীবাগে ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৪

ঢাকা: রাজধানীর হাজারীবাগ বটতলা এলাকায় একটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে নারী-শিশুসহ চারজন আহত হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বটতলা জামিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আমির হোসেন (৬০), বাদল আহমেদ (৫০), তার ছেলে তানভির আহমেদ (৮) এবং মাকসুদা বেগম (৫০)।

আহত আমির হোসেন জানান, তাদের বাসা ভোট কেন্দ্রের পাশেই। ভোট দিয়ে তিনি কেন্দ্র থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় পরপর দুইটি বিস্ফোরণ ঘটে। এতে তার দুই পায়ে এসে আঘাত লাগে। তার ধারণা, রাস্তার পাশের কোনো একটি ভবনের ছাদ থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে।

এদিকে আহত বাদল আহমেদ জানান, কেন্দ্রের সামনে দিয়ে ছেলেকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। তখন রাস্তায় তাদের পাশেই বিস্ফোরণ হয়। এতে তার ছেলের ডান পায়ে জখম হয় আর তার নিজের থুতনিতে সামান্য জখম হয়।

আহত মাকসুদা বেগমের ভাষ্য, ভোট দিয়ে বের হয়ে বাসায় ফেরার সময় ওই বিস্ফোরণে আহত হন তিনি। তার বাম রানে আঘাত লেগেছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহতদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।