ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ট্রাকের ‘ধাক্কায়’ ধরাশায়ী ডা. মুরাদের ঈগল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
ট্রাকের ‘ধাক্কায়’ ধরাশায়ী ডা. মুরাদের ঈগল

জামালপুর: জামালপুর-৪ আসনে (সরিষাবাড়ি) ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশিদের কাছে হেরে গেছেন ঈগল প্রতীকের প্রার্থী ডা. মুরাদ হাসান।

অধ্যক্ষ আব্দুর রশিদ ৫০ হাজার ৬৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

৪৭ হাজার ৬৩৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল। আর ঈগল প্রতীকের প্রার্থী ডা. মুরাদ হাসান পেয়েছেন ৩৭ হাজার ৪৩৩ ভোট।  তৃতীয় হয়েছেন তিনি।

এই আসনে মোট ভোটার ২ লাখ ৮৯ হাজার ২৬১ জন।

রোববার (৭ জানুয়ারি) রাতে সরিষাবাড়ী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার বেসরকারি ফলাফল প্রকাশ করলে এ তথ্য জানা যায়।  

জামালপুর জেলা রিটার্নিং অফিসের সূত্রে জানা যায়, জেলার ৫টি আসনে ১০টি রাজনৈতিক দলের ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৯৯ হাজার ৯৬৬ জন।

এই আসনে আরও অংশ নিয়েছিলেন - বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের তারিক মেহেদী (টেলিভিশন প্রতীক), তৃণমূল বিএনপি মো. সাইফুল ইসলাম (সোনালী আঁশ প্রতীক),  জাতীয় পার্টি মো. আবুল কালাম আজাদ (লাঙ্গল), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের গোলাম মোস্তফা জিন্নাহ (মশাল)।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।