ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তাড়াশে নসিমনের চাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
তাড়াশে নসিমনের চাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে শ্যালো ইঞ্জিন চালিত বড় একটি নসিমনের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন।  

সোমবার (৮ জানুয়ারি) বিকেলে তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া খানপাড়া এলাকার ৮ নম্বর ব্রিজে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে অটোরিকশাচালকের নাম পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বড়বেলাই গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. সাইদুর রহমান (৩৫)।  

নিহত অপরজন মধ্যবয়সী এক নারী। তার নাম পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ জানান, হাটিকুমরুল গোলচত্বর থেকে মালবাহী নসিমনটি বনপাড়ার দিকে যাচ্ছিল। নসিমনটি পথে খানপাড়ার ব্রিজে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নসিমনটি জব্দ করলেও এর চালক পালিয়ে আগেই পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।