ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে চাকরি খুঁজতে এসে বাসের ধাক্কায় নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
গাজীপুরে চাকরি খুঁজতে এসে বাসের ধাক্কায় নারী নিহত প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় বাসের ধাক্কায় রোকসানা আক্তার (২৭) নামে এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত রোকসানা গাইবান্ধার সাদুল্লাপুর থানার ছোট ছত্রগাছা এলাকার ওসমান শেখের মেয়ে। তিনি চাকরির সন্ধানে গ্রামের বাড়ি থেকে গাজীপুরে এসেছিলেন বলে জানা গেছে।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, চাকরির সন্ধানে কালিয়াকৈরে বোনের ভাড়া বাসায় আসেন রোকসানা। মঙ্গলবার দুপুরে তিনি কালিয়াকৈরর হিজলতলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন রোকসানা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৪
আরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।