ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

দীপু মনি সমাজকল্যাণে, শিক্ষায় মহিবুল হাসান, প্রাথমিকে রুমানা আলী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
দীপু মনি সমাজকল্যাণে, শিক্ষায় মহিবুল হাসান, প্রাথমিকে রুমানা আলী

ঢাকা: বিগত সরকারের শিক্ষামন্ত্রী দীপু মনিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। আর শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মহিবুল হাসান চৌধুরী নওফেলকে শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

আর রুমানা আলীকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। রুমানা আলী গাজীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা এবং অন্যান্য মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শপথ নেওয়ার পর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন দীপু মনি। নতুন শিক্ষাক্রম তার হাতেই চালু হয়েছে।

আর মহিবুল হাসান চৌধুরীর পিতা চট্টগ্রাম সিটি করপোরেশনের তৃতীয় মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরীর সন্তান।

রুমানা আলীর বাবা মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর প্রয়াত সদস্য অ্যাডভোকেট রহমত আলী টানা পাঁচবারের সংসদ সদস্য। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।  

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।