ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

রেললাইনের ক্লিপ খুলে নেওয়ার সময় হাতেনাতে ধরা যুবক  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
রেললাইনের ক্লিপ খুলে নেওয়ার সময় হাতেনাতে ধরা যুবক  

ময়মনসিংহ: জেলার গফরগাঁওয়ে রেললাইনের ক্লিপ খুলে নেওয়ায় মো. আশিকুর রহমান আশিক (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গফরগাঁও বাসুটিয়া এলাকা থেকে তাকে আটক করে জিআরপি থানায় হস্তান্তর করা হয়।

 

আশিকুর রহমান গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের শিলাসী গ্রামের নজরুল ইসলামের ছেলে।  

ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাঁচটি ক্লিপসহ ওই যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।  

গফরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুল আলম খোকন বলেন, রেললাইন থেকে ক্লিপ খুলে নেওয়ার খবর পেয়ে আমি ও আনসার সদস্যরা তাকে হাতেনাতে আটক করে থানায় হস্তান্তর করেছি।  

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।