ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মামলার ২৪ ঘণ্টার মধ্যে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
মামলার ২৪ ঘণ্টার মধ্যে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

বরিশাল: বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানায় চুরির মামলা করার ২৪ ঘণ্টার মধ্যে সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পাশাপাশি অভিযুক্ত দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. আকাশ হোসেন ও মুকুল হোসেন সাতক্ষীরার শ্যামনগর এলাকার বাসিন্দা।

বিষয়টি শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

এরআগে শুক্রবার সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সগীর হোসেন এ মোটরসাইকেল উদ্ধার করেন।

এর আগে মোটরসাইকেল চুরির অভিযোগে গত ১১ জানুয়ারি রাতে বিমান বন্দর থানায় একটি মামলা করেন এক ব্যক্তি।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।