ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গ্যাস সংকটে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
গ্যাস সংকটে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে দেশের সবচেয়ে বড় সার কারখানা যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।  

সোমবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়।

 

কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেছেন, বর্তমানে চাহিদার তুলনায় গ্যাসের চাপ কম থাকায় সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। গ্যাসের চাহিদা ঠিক থাকলে আবারও উৎপাদন যাওয়া হবে। তবে সারের কোনো সংকট হবে না, আমাদের কাছে পর্যাপ্ত সার মজুদ রয়েছে।  

জানা গেছে, ১৯৯০ সালে সরিষাবাড়ি উপজেলার তারাকান্দিতে প্রতিষ্ঠিত হয় সার কারখানাটি। সবশেষ গ্যাস সংকটের কারণে গত বছর ৪ সেপ্টেম্বর কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ এবং ১৮ নভেম্বর কারখানাটি পুনরায় উৎপাদনে যায়।  

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।