ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় মোটরসাইকেল দুর্ঘটনায় ক‌লেজছা‌ত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
দামুড়হুদায় মোটরসাইকেল দুর্ঘটনায় ক‌লেজছা‌ত্র নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাই‌কেল-ভ্যান গাড়ির মু‌খোমু‌খি সংঘ‌র্ষে ইশরাক নাঈম মুন্না (২৪) না‌মে এক ক‌লেজছাত্র নিহত হয়েছে।  

সোমবার (২২ জানুয়ারি) দুপুর ৩টার দি‌কে এ দুর্ঘটনা ঘ‌টে।

 

নিহত মুন্না দামুড়হুদার স্টেডিয়াম পাড়ার আব্দুল মোমি‌নের ছে‌লে ও দামুড়হুদার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র।

পরিবারের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে দামুড়হুদা বাজার থেকে মোটরসাই‌কেলযো‌গে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কে এক‌টি পাখি ভ্যানের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এতে সড়‌কের ওপর ছিটকে প‌ড়ে গুরুতর আহত হন মুন্না। পরে তা‌কে উদ্ধার ক‌রে চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লে নিলে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চি‌কিৎসক প্রাথ‌মিক চি‌কিৎসা দি‌য়ে মুন্নাকে রাজশাহী মে‌ডি‌কে‌লে রেফার ক‌রেন। পরে রাজশাহী নেওয়ার প‌থে ঈশ্বরদী নামক স্থা‌নে পৌছা‌লে সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি।

দামুড়হুদা ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।