ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জন্ম নিবন্ধনে জটিলতা: স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে বসবেন পলক

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
জন্ম নিবন্ধনে জটিলতা: স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে বসবেন পলক

ঢাকা: শিশুদের জন্ম নিবন্ধনে জটিলতা কাটাতে প্রযুক্তিগত সহায়তা দিতে মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে বসবেন বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা জানান।

জন্ম নিবন্ধনের সার্ভার নিয়ে দীর্ঘদিন ধরেই জটিলতা চলছে। এই সমস্যা কাটিয়ে উঠতে কোনো সমাধান আসছে কি না, জানতে চাইলে তিনি পলক বলেন, ‘এ সংক্রান্ত সব প্রস্তাব ও পরামর্শ আমরা দিয়ে এসেছি। এখন যেহেতু নতুন করে সরকার গঠন করা হয়েছে, আমরা স্থানীয় সরকারের মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে বসবো। আমাদের প্রস্তাব ও পরামর্শের ফলোআপ করে আবারও চেষ্টা করব। ’

তিনি বলেন, একটি হচ্ছে, দ্রুত সেবা দেওয়া আরেকটি হচ্ছে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা। দুটোর ব্যাঘাত ঘটেছিল। দ্রুতই বিষয়টি নিয়ে বসবো।

কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে, জানতে চাইলে তিনি বলেন, আমরা বসবো। বসে সাতদিন পর আপনাদের এ বিষয়ে জানাবো।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।